গ্রেনেড হামলার বিচারের রায়: আ.লীগের আনন্দ মিছিল

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচারের রায়ের পর আনন্দ মিছিল করেছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও আব্দুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদন্ড ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও হারিছ চৌধুরীসহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত।
বুধবার (১০ অক্টোবর) দুপুরে রায় ঘোষণার পর উপজেলা আওয়ামী লীগের দুই গ্রুপের নেতৃবৃন্দ পৃথকভাবে এ আনন্দ মিছিল বের করে।
বর্তমান এমপি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার পক্ষের ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আনিসুর রহমান মিঠু
মালিথার নেতৃত্বে এক র্যালী শহর প্রদক্ষিণ করে।
অপর দিকে সাবেক এমপি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান পক্ষের উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আব্দুর রশিদ খোকনের নেতৃত্বে অপর আনন্দ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এসএ