ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


ফেন্সিডিলসহ আটক মা-মেয়ে 


১১ অক্টোবর ২০১৮ ০৬:৩৯

ঝিনাইদহ শহরের মহিলা কলেজপাড়া এলাকা থেকে ফেন্সিডিলসহ মা ও মেয়েকে আটক করেছে পুলিশ। আটকৃতরা হলেন_মাগুরার পারনান্দুয়ালী গ্রামের মৃত আবু বক্করের স্ত্রী রোকেয়া বেগম (৫০) ও তার মেয়ে ফাতেমা বেগম (৩৫)।

বুধবার (১০ অক্টোবর) মহিলা কলেজপাড়া এলাকার মাদ্রাসা সড়কের একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়।

ঝিনাইদহ সদর থানার ওসি (অপারেশন) মহসীন হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে মহিলা কলেজপাড়া এলাকার মাদ্রাসা সড়কের একটি বাড়িতে মাদক ব্যবসায়ীরা মাদক ক্রয়-বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৬০ বোতল ফেন্সিডিলসহ ওই দুই জনকে আটক করে। আটককৃতরা শহরের বিভিন্ন স্থানে বাসা ভাড়া থেকে মাদক ব্যবসা করে আসছিল বলে জানায় পুলিশ।

এ ঘটনায় থানায় মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।

এসএ