শার্শায় গাঁজাসহ আটক-১

যশোরের শার্শার পাঁচভুলোট সীমান্ত থেকে ১০০ গ্রাম গাঁজা, ১টি মোটরসাইকেল ও ১টি মোবাইল ফোন সহ এক মাদক পাচারকারীকে আটক করেছে ২১ বিজিবি সদস্যরা।
মঙ্গবার (০৯ অক্টোবর) মধ্যে রাতে শার্শা থানাধীন পাঁচভুলোট সীমান্তে ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি’র সদস্যরা টহল দেওয়ার সময় মাঝের পাড়া রাস্তার পাশে কালিয়ানী গ্রামের আব্দুল হাকীমের ছেলে মোঃ ওহাব আলী(২৮) নামে এক মাদক পাচারকারীকে আটক করে।
২১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক ইমরান উল্লাহ সরকার জানান, আটক আসামী ও তার কাছে পাওয়া গাঁজা, মোটরসাইকেল ও মোবাইলফোন সহ তাকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।
আইএমটি