ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


চুরি-ছিনতাই ঠেকাতে নতুন উদ্যোগ ঝিনাইদহে


১০ অক্টোবর ২০১৮ ০৮:১৮

ফাইল ছবি

রাতে চুরি, ছিনতাই প্রতিরোধে ঝিনাইদহের কালীগঞ্জে নাইটপাসবিহীন চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিতপত্র প্রদান করেছে উপজেলা রিক্সা-ভ্যান চালক ইউনিয়নের নেতৃবৃন্দ। সোমবার (৮ অক্টোবর) রাতে সংগঠনের সাধারণ সম্পাদক গাজী আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত এ অবহিতকরণ পত্রটি থানায় পাঠানো হয়।

ওই পত্রে বলা হয়েছে, তাদের সংগঠনের পক্ষ থেকে ১৩ জন চালক সদস্যকে রিক্সা-ভ্যান চালানোর অনুমতি দেয়া হয়েছে। কিন্তু সম্প্রতি সময়ে বেশ কিছু রিক্সা-ভ্যান শ্রমিক নাইট পাস না নিয়ে রাতে এলোমেলোভাবে ঘুরাফেরা করছে। সামনে দুর্গাপূজা সময় আইন শৃংখলা পরিস্থিতি ঠিক রাখতে নাইট পাস বিহীন চালকের বিরুদ্ধ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

উপজেলা রিক্সা-ভ্যান চালক ইউনিয়নের সাধারণ সম্পাদক গাজী আব্দুর রাজ্জাক বলেন, নাইটপাস বিহীন চালক ছাড়া রাতে অন্য কেউ যানবাহন চালালে বা চুরি ছিনতাই হলে তার দায়ভার সংগঠন বহন করবে না। তিনি নাইট পাস বিহীন চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি করেন।

কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) ইউনুচ আলী বলেন, তাদের একটি পত্র পেয়েছি। নাইট পাস না থাকলে অবৈধ রিক্সা-ভ্যান চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এমএ