ঢাকা শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২


সাভারে চালক-প্রকৌশলীসহ নিহত ৩


৩ সেপ্টেম্বর ২০১৮ ১৫:৩১

ঢাকায় আসার পথে সাভারে একটি পিকআপ ভ্যান দুর্ঘটনায় চালক-প্রকৌশলীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুজন। সোমবার (৩ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঠিকাদার প্রতিষ্ঠান ‘মীর আকতার’র সাইট প্রকৌশলী মো. জহিরুল ইসলাম (৪০), ঢাকা ওয়াসার সার্ভেয়ার নুরুন্নবী (৩৮) ও গাড়ির চালক খলিল (৩৫)।

তিনজনেরই লাশ সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। আহতদের ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আজগর আলী জানান, ওই পিকআপ ভ্যানটি ঢাকায় আসার পথে রাস্তায় দাঁড়িয়ে থাকা আরেকটি গাড়ির পেছনে হঠাৎ ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। দুর্ঘটনাকবলিত গাড়ি থানায় আনা হয়েছে।

এসএমএন