ঢাকা শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৬ই বৈশাখ ১৪৩২


বরগুনায় জন্মাষ্টমী উদযাপন


৩ সেপ্টেম্বর ২০১৮ ০৩:০২

যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে বরগুনায় সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী উদযাপিত হয়েছে।

রোববার (২ সেপ্টেম্বর) সকালে জন্মাষ্টমী উপলক্ষে সার্বজনীন আখড়াবাড়ী থেকে একটি মঙ্গল শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়।

র‌্যালীতে জেলা পরিষদ চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আনোয়ারুল নাসের, পুলিশ সুপার মারুফ হোসেন, পৌর মেয়র সাহাদাৎ হোসেন ও পৌর প্যানেল মেয়র রইসুল আলম রিপনসহ সনাতন ধর্মালম্বীদের বিভিন্ন শ্রেনী পেশার শতশত ধর্মপ্রান মানুষ অংশগ্রহন করেন।

মঙ্গল শোভাযাত্রা শুরুর আগে বরগুনা জেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু কল্যান ট্রাস্টের আয়োজনে সার্বজনীন আখড়াবাড়ীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

একেএ