ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


নাগরিক সুবিধা বঞ্চিত টেকনাফ পৌরবাসী


৭ অক্টোবর ২০১৮ ২৩:১০

কক্সবাজারের দক্ষিণ পূর্বাঞ্চলের সীমান্ত এলাকার টেকনাফ পৌরসভাটি নানা সমস্যায় জর্জরিত। নাগরিক সুবিধার অনেক কিছু থেকেই বঞ্চিত পৌরবাসী।

বাংলাদেশ ও মিয়ানমারের সীমানা বিভক্তকারী নাফ নদীর কিনারা ঘেঁষে ৪.০৫ বর্গ কিলোমিটার আয়তনের এ পৌরসভাটি ২০০০ সালে গঠিত হয়। কক্সবাজার শহর থেকে ৮৮ কিমি দূরে এ পৌরসভায় জনসংখ্যা ২৫১৩৭।

ছোট এ পৌরসভাটি আধুনিকায়নের জন্য এখন পর্যন্ত নেই কোনো কার্যকর উদ্যোগ। এ অঞ্চলের মূল সমস্যা জনসংখ্যা বৃদ্ধি ও রোহিঙ্গাদের চাপ বৃদ্ধি। খানাখন্দে ভরা সড়ক, আবর্জনার ছড়াছড়ি সবখানে।

পৌরসভা তৃতীয় শ্রেণি থেকে কাগজেপত্রে দ্বিতীয় শ্রেণিতে উন্নীত হলেও বাস্তবে উন্নয়ন হয়নি। পৌরসভার সমস্যা থাকলে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো বলে দাবি টেকনাফের ভারপ্রাপ্ত কর্মকর্তা রনজিত কুমার বড়ুয়া।

অন্যদিকে, নাগরিক ভোগান্তির বিপরীতে নানা উন্নয়ন পরিকল্পনা রয়েছে বলে জানালেন পৌর পরিষদ সদস্য ও কাউন্সিলর মনিরুজ্জামান। সীমান্ত এলাকার এ পৌরসভাটি একটি মডেল পৌরসভায় পরিণত হবে এমনটাই প্রত্যাশা জনগণের।

এসএমএন