হেলমেট-গোলাপ পেলেন তারা

সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে জয়পুরহাট প্রশাসন। এরই ধারিবাকিতায় নিরাপদ সড়ক চাই আন্দোলনের জয়পুরহাট শাখার আয়োজনে মোটরবাইক আরোহীদের একটি করে হেলমেট, বৃক্ষ ও গোলাপ ফুল বিতরণ করা হয়েছে।
রোববার (২ সেপ্টেম্ব) দুপুরে জেলা শহরের জিরো পয়েন্টে মোটরবাইকের সকল কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করে উত্তীর্ণ মোটরসাইকেল আরোহীদের মাঝে বিনামূল্যে হেলমেট, বৃক্ষ ও গোলাপ ফুল বিতরণ করা হয়।
‘নিরাপদ সড়ক চাই’-এর জয়পুরহাট শাখার আহবায়ক ও জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক বেদারুল ইসলাম বেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত অলোচনা সভায় বক্তৃতা করেন- পুলিশ সুপার রশীদুল হাসান, সদর থানার ওসি সেলিম হোসেন, ট্রাফিক পুলিশ পরিদর্শক মুনির হোসেন, জেলা জাপার সাধারণ সম্পাদক তিতাস মোস্তফা, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রেবেকা সুলতানা, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, শ্রমিক নেতা মীর শহীদ ফরহাদ সাংবাদিক মোমেন মুনি প্রমূখ।
ট্রাফিক আইন বিষয়ে গণসচেতনতামূলক ভিন্নধর্মী কর্মসূচি হাতে নেয়া হয়েছে বলে বক্তারা জানান।
এমএ