সরকার প্রতিবন্ধীদের কল্যাণে কাজ করছে: পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বর্তমান সরকার প্রতিবন্ধীদের সবচেয়ে বেশি সুবিধা প্রদান করেছেন। চাকুরিতে কোটা সংরক্ষিত রয়েছে। তাদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা, শিক্ষার সুযোগ তৈরি করা হয়েছে।
শনিবার (৬ অক্টোবর) সকালে নাটোরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও চেক বিতারণ অনুষ্ঠানে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি আরো বলেছেন, প্রতিবন্ধী সুরক্ষা আইন করেছেন এ সরকার। প্রতিবন্ধীরা দেশের সম্পদ, তাদের করুণা নয় ভালোবাসতে হবে। আইসিটি বিভাগ ৩ হাজার প্রতিবন্ধীদের প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করেছেন। আমাদেরকে আরো বেশি মানুষের ভালোবাসা অর্জনে কাজ করতে হবে।
তিনি আরো বলেন, প্রতিবন্ধীদের বিবেককে জাগ্রত করতে হবে। ভাতের জন্য কেউ টাকা চাইলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
তিনি বলেন, চলনবিল মৎস্য সম্পদ ভান্ডারে পরিনত করতে সরকার কাজ করছে। চলনবিলকে নতুন প্রকল্পের আওতায় আনা হবে। প্রায় ৬ শত ৭৬ কোটি টাকা ব্যয়ে চলনবিল প্রকল্প বাস্তবায়ন নেয়া হবে। আগামী নির্বাচনে তা বাস্তবায়ন করা হবে। ৮ হাজার মেট্রিক টন মাছ আহরণ করে দেশের চাহিদা মেটাচ্ছে।
প্রতিমন্ত্রী শনিবার উপজলো হলরুমে প্রধান অতিথি হিসেবে প্রতিবন্ধী ২৫৯ শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করেন। পরে তিনি চলনবিলের ইউনিয়ন পর্যায়ের মৎস্য প্রতিনিধিদের মাঝে ডিজিটাল উপকরণ তুলে দেন এবং ধর্ম মন্ত্রনালয়ের অধিনে ১৫ টি ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান প্রদান করেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো, সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুবক্কর ও উপজেলা সমাজসেবা অফিসার আতিকুর রহমান উপস্থিত ছিলেন।
এসএমএন