ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


কালীগঞ্জে বাংলামদসহ নারী আটক


৬ অক্টোবর ২০১৮ ০৫:৩২

বারবাজার হাইওয়ে থানা পুলিশ

ঝিনাইদহের কালীগঞ্জে সাড়ে ৬ লিটার বাংলামদসহ শাহিদা খাতুন (৪৫) নামে নারী মাদক কারবারীকে আটক করেছে হাইওয়ে পুলিশ।

শুক্রবার (৫ অক্টোবর) সন্ধ্যায় শহরের রেলগেটের কাছে বাফার সার গোডাউনের সামনে চেকপোস্ট বসিয়ে শাপলা পরিবহনের একটি বাস থেকে মদসহ তাকে আটক করা হয়। শাহিদা খাতুন শহরের আড়পাড়া গ্রামের নাছির উদ্দীনের স্ত্রী।

বারবাজার হাইওয়ে থানার ওসি নজরুল ইসলাম জানান, জীবননগর থেকে যশোর অভিমুখী শাপলা পরিবহনের ( যশোর জ ১১-০০২২) একটি বাসে মাদক পাচারের গোপন সংবাদ পেয়ে তারা উপরোক্ত স্থানে চেকপোস্ট বসান। সে সময় বাসটির মধ্যে তল্লাসী চালিয়ে সাড়ে ৬ লিটার বাংলা মদসহ শাহিদা খাতুনকে আটক করা হয়। তিনি আরো জানান, এ ব্যাপারে মাদকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে।