ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


ঝিনাইদহে ট্রাকচালক মনিরুল হত্যা মামলায় গ্রেপ্তার ১


৬ অক্টোবর ২০১৮ ০২:৪৭

গ্রেপ্তার আনোয়ার হোসেন

ঝিনাইদহে ট্রাকচালক মনিরুল হত্যা মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ভোররাতে সদর উপজেলার যাদবপুর এলাকা থেকে আনোয়ার হোসেন নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ বলেন, বৃহস্পতিবার রাত ১১টার দিকে বাড়ির পাশের চায়ের দোকান থেকে বাড়ি ফিরছিল মনিরুল ইসলাম। এসময় দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। তার আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রাতভর অভিযান চালিয়ে জড়িত সন্দেহে আনোয়ার হোসেনকে আটক করে পুলিশ।

নিহতের বাবা নাজির মন্ডল বাদি হয়ে ৭ জনকে আসামি করে সদর থানায় হত্যা মামলা দায়ের করলে এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।