মাগুরার মহম্মদপুরে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের পূর্বপাশ দিয়ে বয়ে যাওয়া মধুমতি নদীতে আবহমান গ্রাম-বাংলার ঐতিহ্য প্রাণ আপ বিহারী লাল শিকদার নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ অক্টোবর) বিকেলে মাগুরা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এ নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
গ্রামবাংলার ঐতিহ্যবাহ বার্ষিক এই নৌকাবাইচ উপভোগ করতে সকাল থেকেই শেখ হাসিনা সেতু সংলগ্ন মধুমতি নদীর পাদদেশে পার্শবর্তী ঝিনাইদাহ, যশোর, ফরিদপুর, নড়াইলসহ কয়েকটি জেলার বিভিন্ন গ্রাম থেকে ছুটে আসা নানা বয়সী নারী পুরুষ জমায়েত হতে থাকেন। লাখো মানুষের উল্লাসে এলাকায় সৃষ্টি হয় এক আনন্দঘণ ও উৎসবমুখর পরিবেশ।
প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও শান্তির প্রতিক কবুতর উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার-এমপি। সদর উপজেলা নির্বাহী অফিসার আবু সুফিয়ানের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব অশোক কুমার বিশ্বাস, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. মাসুম করিম, মাগুরা জেলা প্রশাসক মুহাম্মদ আতিকুর রহমান, জেলা পুলিশ সুপার খাঁন মো. রেজোয়ান।
এছাড়া আরো উপস্থিত ছিলেন জেলা আ.লীগের সহ-সভাপতি আলহাজ্ব আবু নাসির বাবলু, মহম্মদপুর থানার ওসি মো. রবিউল হোসেন, প্রাণ আপ গ্রুপের নির্বাহী পরিচালক মো. অনিসুর রহমান।
মাগুরা যুব উন্নয়নের উপ-পরিচালক রিয়াজুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি বাসুদেব কুন্ডু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাজী মোকবুল হোসেন, মহম্মদপুর আমিনুর রহমান কলেজের অধ্যক্ষ ও উপজেলা যুবলীগের সভাপতি অধ্যাপক বিপ্লব রেজা বিকো এবং উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব অধ্যক্ষ মিজানুর রহমান মিলনসহ আরো অনেকে।
প্রতিযোগিতা শুরুর আগ মুহূর্তে মধুমতি নদীর দুই পাড়ে নামে লাখো মানুষের ঢল। সংগীতের তাল-লয়ে দাঁড়িয়াদের ছন্দময় দাঁড় নিক্ষেপে নদীর জল ময়ূরপঙ্খির মতোই ঝিলমিল করেছে মধুমতির বুকে। উল্লাসে মেতে উঠে নদী পাড়ের আমুদে দর্শকরা।
এ নৌকা বাইচে অংশ নেয় বিভিন্ন এলাকা থেকে আসা ৩৩ টি নৌকা। দুই গ্রুপের প্রতিযোগিতায় বিজয়ী হয়-(টালাই গ্রুপে): ৩য়-অসিম সরকার-নড়াইল, ২য়-আকরাম হোসেন-খানা বাড়ী, ১ম- জলপরী -খুলনা। (কালাই গ্রুপ) : ৩য়-রেজাউল মোল্যা গোপালগঞ্জ
২য়-আতর মোল্যা-ঢুষরাইল
১ম-হোসেন মোল্যা-বড় শোলই,শালিখা। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিযোগিতায় আসা আমন্ত্রিত অতিথিবৃন্দ।
এমএ