ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ


৪ অক্টোবর ২০১৮ ২৩:১৪

বেনাপোল সীমান্তে বিপুল পরিমান ভারতীয় মালামাল উদ্ধার করেছে বিজিবি।

বৃহস্পতিবার (৪ অক্টোবর ) সকালে বেনাপোল পোর্ট থানার শিকড়ি গ্রামে অভিযান চালিয়ে ১২০ পিস শাড়ি, ১৭পিস থ্রি-পিস ও ১২০ কেজি চাপাতা উদ্ধার  করা হয়।এ সময় কোনো চোরাকারবারিকে আটক হয়নি।

বেনাপোল বিজিবি কোম্পানি সদরের কমান্ডার সুবেদার মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের মাধ্যমে জানা যায় চোরাকারবারীরা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি-পিস ও চাপাতা ভারত থেকে পাচার করে সীমান্তের শিকড়ি বটতলা মাঠে অবস্থান করছে।

সেই সময়  নায়েক নূরুল ইসলাম সংগীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ৮ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ করে।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল আরিফুল হক  বিভিন্ন প্রকারের শাড়ি, থ্রিপিস ও চাপাতা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ।

উদ্ধারকৃত মালামাল বেনাপোল কাস্টমসের আটক শাখায় জমা করা হয়েছে ।

এসএমএন