সোনারগাঁয়ে অস্ত্র উদ্ধার

নারায়নগঞ্জের সোনারগাঁয়ে ২১ ইঞ্চি লম্বা বাট-সহ একটি দেশীয় তৈরী বিদেশী এসএমজি উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১ সেপ্টেম্বর)রাতে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি মজলিশ কবরস্থানের পেছনের বালুর মাঠ থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম (পিপিএম) জানান, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মোগরাপাড়া এলাকার একটি বালুরমাঠ থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুলহক সিকদারকে সঙ্গে নিয়ে সেকেন্ড অফিসার (এস আই) সাধন চন্দ্র বসাক এলাকাবাসীর সহযোগিতায় মাটির নিচে পুথে রাখা পলিথিন মোড়ানো অবস্থায় অস্ত্রটি উদ্ধার করে।
আইএমটি