জামায়াত নেতা ছিনতাই, আটক ২১

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পুলিশের কাছ থেকে হাতকড়াসহ জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি আলাউদ্দিন আল আজাদকে ছিনতাইয়ের ঘটনায় দায়ের করা মামলায় গত ২দিনে ২১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার থেকে বুধবার (৩ অক্টোবর) বিকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত হলেন, নাজমুল হোসেন (২৮), বড়হর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম (৩৫), মনোয়ার হোসেন (৫০), নজরুল ইসলাম (৩৫), মুনছুর রহমান (৪০), আফজাল হোসেন (৬৫), রেজাউল (৪৫), আব্দুল লতিফ (২৮), বাবলু (৪০), ইউসুব আলী (২৮), মঞ্জু হোসেন (২৮), শাহিন আলম (২৫), শাহাদত (৩৮), রবিউল করিম (২২), রেজাউল করিম (৪০), রুহুল আমিন (২০), জুয়েল রানা (২৬), আফজাল হোসেন (৩৬), আব্দুল মজিদ (৪৬), খায়রুল ইসলাম (২৫) ও সুরুজ মিয়া (৩৫)।
এ মামলায় ২১ জনকে গ্রেপ্তার করা হলেও অন্যতম আসামি পলাতক জামায়াত নেতা আলাউদ্দিন আল আজাদ ও আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম খোকাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কওশিক আহম্মেদ জানান, সোমবার বিকেলে থেকে বুধবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার প্রধান আসামি জামায়াত নেতা আলাউদ্দিন আল আজাদ ও সাইফুল ইসলাম খোকাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, সোমবার অভিযান চালিয়ে নাশকতার মামলায় আলাউদ্দিন আল আজাদকে গ্রেপ্তার করলে হাতকড়াসহ স্থানীয় আ.লীগ নেতা সাইফুল ইসলাম খোকার নেতৃত্বে আ.লীগ ও জামায়াতের নেতাকর্মীরা পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়।
এ ঘটনায় ওই রাতেই এস আই রিপন কুমার সাহা বাদী হয়ে ৭৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ১৫০ ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেন।
এসএমএন