ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


সলিমুন্নেছা স্কুলের সম্প্রসারিত ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন


৪ অক্টোবর ২০১৮ ০৭:০৭

ঝিনাইদহের কালীগঞ্জের সলিমুন্নেছা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের উর্দ্ধমুখী চারতলা সম্প্রসারিত ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।

বুধবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গনে এ ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার।

এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদৌরা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার এমপি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান মতি, জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর হোসেন সোহেল, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর আশরাফুল আলম আশরাফ, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আনিসুর রহমান মিঠু মালিথা প্রমুখ।

এ অনুষ্ঠানের প্রধান অতিথি এমপি আনার তার সময়ে স্কুল-কলেজ, রাস্তা-ঘাট, মসজিদ-মাদ্রাসাসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরে বক্তব্য রাখেন।

এ সময় তিনি উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে পুনরায় নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান।

একেএ