বাহাদুরাবাদ ইউপিতে আ.লীগ প্রার্থী চেয়ারম্যান

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার স্থগিতকৃত বাহাদুরাবাদ ইউপি নির্বাচন সম্পন্ন হয়েছে।
বুধবার (০৩ অক্টোবর) অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী শাকিরুজ্জামান রাখাল নৌকা প্রতীকে ৭ হাজার ১ শত ৭১ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আল-আমীন আনারস প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৪ শত ৭৪ ভোট।
উল্লেখ্য, ২০১৬ সালের ২৮ মে ইউপি নির্বাচনে কেন্দ্র দখল ও ভোট বাক্স ছিনতাইয়ের সময় পুলিশের গুলিতে চার ব্যক্তি নিহত হয়। এ ঘটনায় নির্বাচন কমিশন বাহাদুরাবাদ ইউনিয়নের কান্দিরগ্রাম প্রাইমারী স্কুল ও খুটার চর ইবতেদায়ী মাদরাসা কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করেন।
স্থগিতকৃত ওই কেন্দ্রে বুধবার সকাল থেকে পুনরায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এদিকে প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শাহজাহান মিয়া মঙ্গলবার প্রতিপক্ষের হুমকির অভিযোগ এনে সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচন থেকে সরে দাঁড়ান।
একেএ