কালীগঞ্জে মাঠ দিবস

ঝিনাইদহের কালীগঞ্জে নিরাপদ খাদ্য উৎপাদন ও বাজারজাতকরণে খাদ্য নিরাপত্তার সুনিদিষ্ট নিয়মাবলী বিষয়ক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৩ অক্টোবর) বিকালে উপজেলার সানবান্দা গ্রামে বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের আয়োজনে এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সহযোগিতায় কৃষক মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন কালীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার হুমায়ন কবির।
কৃষক মো: হারুন অর রশিদের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের ফিল্ড অফিসার আনোয়ারুল ইসলাম টিটো ও মো: রাহানুজ্জামান প্রমুখ।
এছাড়াও মঙ্গলবার উপজেলার ঈশ্বরবা গ্রামে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে কৃষক জয়নাল আবেদিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল নোমান ।
উল্লেখ্য, বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সহযোগিতায় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় নিরাপদ খাদ্য উৎপাদনের কৃষকদের সার্বিক সহযোগিতা করে যাচ্ছে। তারা উপজেলায় ১২টি কৃষক মাঠ দিবস পালন করবে।
একেএ