কালীগঞ্জে ইয়াবাসহ আটক ২

ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে টিপু সুলতান (২৩) ও রোস্তম আলী (৪৬) নামে দুই মাদক কারবারীকে আটক করেছে।
মঙ্গলবার দিনগত রাতে শহরের আড়পাড়া মাঠপাড়া ও মেইন বাসস্ট্যান্ড থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১২৮ পিচ ইয়াবা ও ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) ইউনুচ আলী বলেন, ধারাবাহিক মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে থানার এসআই অমিত কুমার দাস অভিযান চালিয়ে ২৫০ গ্রাম গাজাসহ উপজেলার খোশালপুর গ্রামের নুর ইসলামের ছেলে রোস্তম আলীকে এবং এস আই সম্বিত ১২৮ পিচ ইয়াবাসহ টিপু সুলতাকে আটক করেন। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য আইনে পৃথক ২টি মামলা হয়েছে। আসামিদের দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
একেএ