ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


নওগাঁয় জাতীয় উন্নয়ন মেলার র‌্যালী


৪ অক্টোবর ২০১৮ ০৫:১০

উন্নয়নের অভিযাত্রায় বাংলাদেশের এ সাফল্য তুলে ধরার নিমিত্তে নওগাঁয় তিন দিনব্যাপী ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৩ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে জিলা স্কুল মাঠে গিয়ে শেষ হয়।

জেলা প্রশাসনের আয়োজনে র‌্যালীতে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল মালেক এমপি, জেলা প্রশাসক মিজানুর রহমান, পুলিশ সুপার ইকবাল হোসেন, সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ রওশন আরা খানম, সিভিল সার্জন ডাঃ মোমিনুল হক, নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ আবদুল বারী, সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী হামিদুল হক, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ওসমান গনি, অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মুসতানজিদা পারভীন, জেল সুপার শাহ আলমসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং জেলা আওয়ামীলীগ, যুবলীগ ছাত্রলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবন্দ।

একেএ