প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ, অতঃপর...

নারায়ণগঞ্জের বন্দরে শীতলক্ষ্যা নদীতে ঝাপ দিয়ে নিখোঁজ হওয়ার ২দিন পর ১৯ বছর বয়সী কামাল হোসেনের লাশ ভেসে উঠেছে।
‘জাহাজের সঙ্গে সংঘর্ষের আশঙ্কায়’ তিনি নদীতে লাফিয়ে পড়েন।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, রোববার (২ সেপ্টেম্বর) সকালে নগরীর সৈয়দপুর কয়লাঘাট থেকে নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিস তার লাশ উদ্ধার করে । শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ২ ভাই এক সাথে ট্রলারে করে বাড়ি ফেরার সময় এ ঘটনা ঘটে।
গমবোঝাই একটি জাহাজকে দ্রুত গতিকে আসতে দেখে মুখোমুখি সংঘর্ষের আশঙ্কায় কামাল নদীতে ঝাপ দেন। খবর পেয়ে তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের কর্মীরা তল্লাশি চালালেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
ওসি কামরুল বলেছেন, সকালে কামালের লাশ ভেসে উঠলে তা উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা ।