আসবাবপত্রের আড়ালে মাদক ব্যাবসা

কুমিল্লার মুরাদনগরে বিপুল পরিমাণ বিয়ার ও বিদেশি মদসহ পুলিশ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটক মাদকব্যবসায়ীর নাম সাকির হোসেন (৪২)। মঙ্গলবার (২ অক্টোবর) রাতে তাকে আটক করা হয়। আটক সাকির উপজেলার উত্তর ত্রিশ গ্রামের সাহেব আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আটক সাকির হোসেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের এক ক্ষমতাধর নেতার ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে কাঠের আসবাবপত্রের দোকানের আড়ালে মদের ব্যবসা চালাচ্ছে। দোকানের সামনে কিছু আসবাবপত্র সাজানো থাকলেও ভেতরে মাদকের গোডাউন ছিল।
সূত্র আরো জানায়, ভারতের কসবা সীমান্ত দিয়ে সাকিরের দোকানে মাদকের বড় চালান আসে। মাদকের চালান আসার এক দিনের মধ্যেই দেবীদ্বার, হোমনা ও নবীনগর উপজেলার খুচরা বিক্রেতারা এসে এসব মাদক নিয়ে যান। গত সোমবার (১ অক্টোবর) রাতে সর্বশেষ পিকআপ ভ্যানে চালান আসে।
মঙ্গলবার (২ অক্টোবর) রাত ১১টায় মুরাদনগর থানার ওসি (তদন্ত) নাহিদের নেতৃত্বে পুলিশের একটি দল কোম্পানীগঞ্জ বাজারের শ্রী শ্রী দাদার সমাধি মন্দিরের দক্ষিণ পাশে অবস্থিত সাকির হোসেনের কাঠের আসবাবপত্রের দোকানে অভিযান পরিচালনা করে ৬২০ ক্যান রয়েল টাইগার বিয়ার ও ৯ বোতল বিদেশি মদসহ তাকে আটক করা হয়।
মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম মনজুর আলম বলেন, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে পাঠানো হবে।
আইএমটি