যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

সিরাজগঞ্জ পৌর এলাকায় গোলাম মোস্তফা ওরফে বোম মোস্তফা (৪৫) নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার সকাল ৯টার দিকে শহরের রানীগ্রাম বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গোলাম মোস্তফা রানীগ্রাম মধ্যপাড়া মহল্লার মৃত হাতেম আলীর ছেলে। তিনি পৌর এলাকার ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ এ তথ্য নিশ্চিত করেছেন।
এসএমএন