ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


কিশোরগঞ্জে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা


৩ অক্টোবর ২০১৮ ০৭:০৪

কিশোরগঞ্জের কটিয়াদীতে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

মঙ্গলবার (০২ অক্টোবর) দুপুরে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কিশোরগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ইব্রাহিম হোসেন।

খাদ্যে ক্ষতিকর রং মেশানোর অপরাধে কটিয়াদী বাজারের মহাদেব মিষ্টান্ন ভান্ডারকে ১০ হাজার টাকা, রতন বনিক ষ্টোরকে ৫ হাজার টাকা, পণ্যের মোড়কীকরণ বিধি না মানার কারনে শীতল সাহা ষ্টোরকে ৫ হাজার টাকা, শেমা ষ্টোর ও জন্টু মোদক ষ্টোরকে ৫ হাজার টাকা করে মোট ত্রিশ হাজার
টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে জেলা স্যানিটারী ইন্সপেক্টর শংকর চন্দ্র পাল, কটিয়াদী উপজেলা স্যানিটারী ইন্সপেক্টও মোঃ সজিম উদ্দিন উপন্থিত ছিলেন।

একেএ