ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


ফেনসিডিলসহ নারী আটক


৩ অক্টোবর ২০১৮ ০৬:৫৫

মাগুরার মহম্মদপুর বাজার বাসস্ট্যান্ড এলাকা থেকে মঙ্গলবার (০২ অক্টোবর) নাসরিন (২১) নামে এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ।

বড় একটি মাদকের চালান মহম্মদপুর দিয়ে ফরিদপুরে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে মহম্মদপুর থানায় কর্মরত এস.আই মিলন এবং এ.এস.আই উকিলের নেতৃত্বে বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে মহম্মদপুর থানা পুলিশ।

অভিযান চলাকালে নাসরিনের শরীরের সাথে থাকা ৪৮ বোতল ও ব্যাগে থাকা ৩৭ বোতল সহ মোট ৮৭বোতল ফেনসিডিল উদ্ধার করে নাসরিন কে আটক করে থানায় নেওয়া হয়।

আটক নাসরিন নড়াইল জেলার চুরাখালী গ্রামের সুমনের স্ত্রী। সে মাগুরা সদরের আমুড়িয়া গ্রামের মৃত নিসার শেখের মেয়ে বলে জানা গেছে। নাসরিন তার বাবার বাড়ি থেকে মাদকের ব্যাবসা চালিয়ে আসছিল বলে জানা গেছে।

আটক নাসরিন জানায়, ঝিনাইদহের ফাতেমা নামক এক মহিলার কাছ থেকে মাদকদ্রব্য বহন করে সে ফরিদপুর নিয়ে যাচ্ছিল।

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হোসেন বলেন, এ ঘটনায় নাসরিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।

একেএ