রংপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

রংপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন। নগরীর সিও বাজার এলাকার আঞ্চলিক মহাসড়কে রোববার (২ সেপ্টেম্বর) ১টা ২০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বেলা ১২টার দিকে পঞ্চগড়গামী বিআরটিসি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। এঘটনায় অন্তত আরও ২৫ জন আহত হন। নিহতের সংখ্যা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।
উদ্ধার তৎপরতা অব্যহত রয়েছে বলে জানান রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমান সাইফ।
আইএমটি