যমুনায় ছাত্র নিখোঁজ

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ির দক্ষিণ পাটাদহপাড়া এলাকায় যমুনা নদীতে গোসল করতে গিয়ে এক শিশু নিখোঁজ হয়েছে।
মঙ্গলবার (০২ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার দুপুরে উপজেলার সানন্দবাড়ির দক্ষিণ পাটাদহপাড়ার বাসিন্দা সবজি বিক্রেতা সাখাওয়াত হোসেনের ছেলে তৃতীয় শ্রেণির ছাত্র অলি আবদীনসহ তিন বন্ধু বাড়ীর সামনে দিয়ে বয়ে যাওয়া যমুনার শাখা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়।
খবর পেয়ে এলাকাবাসী ও স্বজনরা নিখোঁজ অলিকে উদ্ধারের জন্য দেশীয় পদ্ধতিতে চেষ্টা করে। এতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিস ডুবুরীদলকে খবর দেন তারা। ফায়ার সার্ভিস জামালপুরের একটি ডুবুরী দল দীর্ঘ সময় চেষ্টা করে উদ্ধারে ব্যর্থ হয়।
চর আমখাওয়া ইউপি সদস্য আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে ফায়ার সার্ভিস ডুবুরী টিম লিডার হারুন অর রশিদের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, উদ্ধার প্রক্রিয়া চলমান রয়েছে।
একেএ