ঢাকা শুক্রবার, ১১ই এপ্রিল ২০২৫, ২৯শে চৈত্র ১৪৩১


কুষ্টিয়ায় ককটেলসহ আটক ৫৬


২ সেপ্টেম্বর ২০১৮ ১৯:২৪

পুলিশের বিশেষ অভিযানে কুষ্টিয়ায় ৩৩টি ককটেলসহ বিএনপি-জামায়াতের ৫৬ নেতাকর্মীকে আটক করেছে।

শনিবার (০১ সেপ্টেম্বর) রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। জেলা পুলিশ কন্ট্রোলরুম থেকে রোববার দুপুরে দিকে বিষয়টি নিশ্চিত করা হয়।

কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম মেহেদী হাসান বলেন, ‘অভিযানে দৌলতপুর থানায় ৬ জন, কুমারখালীতে ১১ জন, মিরপুর ১২ জন, কুষ্টিয়া মডেল থানায় ৭ জন, ইবি থানায় ১৪ জন, ভেড়ামারায় ৪ জন এবং খোকসায় থেকে ২ জনকে আটক করা হয়’।

এসময় আটকদের কাছ থেকে ৩৩টি ককটেল উদ্ধার করে পুলিশ।

আইএমটি