ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


বিপুল পরিমান শাড়ি ও ঔষধ জব্দ


২ অক্টোবর ২০১৮ ২৩:৩২

বেনাপোল পোর্ট থানার বারোপোতা ও গাতিপাড়া গ্রামের মাঠের মধ্যে পৃথক অভিযান চালিয়ে ৭৫ লাখ টাকার ভারতীয় শাড়ি, ঔষধ ও আতশবাজি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) । তবে এ সময় কোনো চোরাকারবারিকে আটক হয়নি।

বেনাপোল বিজিবি কোম্পানি সদরের কমান্ডার সুবেদার মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি চোরাকারবারীরা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, ঔষধ ও আতশবাজি ভারত থেকে পাচার করে এনে সীমান্তের বারোপোতা ও গাতিপাড়ার মাঠের মধ্যে মজুদ করছে।

এ ধরনের সংবাদের ভিত্তিতে সুবেদার মনিরুজ্জামান, বিআইপি এফএস নায়েক নূরুল ইসলাম, নায়েক ওয়াদুদ সংগীয় টিম নিয়ে সেখানে অভিযান চালিয়ে ৭৫ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ করে। উদ্ধারকৃত মালামাল বেনাপোল কাস্টমসের আটক শাখায় জমা করা হয়েছে।

এসএমএন