ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


হারেছ হত্যা মামলার আসামি আটক


২ অক্টোবর ২০১৮ ০৭:৪৮

আদালতে রোববার (৩০ সেপ্টেম্বর) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন হারেছ হত্যা মামলার অন্যতম আসামি আলম (৪৫)। তিনি ময়মনসিংহ জেলার গৌরীপুরের ওয়াজেদ মিয়ার ছেলে।

সিআইডি সুত্রে জানা যায়, অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার (ময়মনসিংহ) খন্দকার ছাইদ আহম্মদের নির্দেশে শনিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ জেলার বিশম্ভরপুর থানার চিকনা কান্দি ভারতীয় সীমান্ত বাজারে গ্রেফতার অভিযান পরিচালনা করেন নেত্রকোনা আইডির উপপরিদর্শক প্রীতেশ তালুকদার।

অভিযান পরিচালনার সময় চিকনা কান্দি বাজারে জনৈক সুলতান মিয়ার মনোহারির দোকান থেকে আসামি আলমকে গ্রেফতার করে নেত্রকোণা নিয়ে আসা হয়। তিনি মৃত হারেছের কথিত প্রেমিকা শিরিনের স্বামী এবং হারেছ হত্যা মামলার অন্যতম প্রধান আসামি।

গ্রেফতার কৃত আসামি আলম মিয়া আজ বিজ্ঞ আদালতে ১৬৪ ধারা মোতাবেক জবানবন্দিতে নৃশংস রোমহর্ষক হারেছ হত্যার বর্ণনা করেন। এসময় আলম আদালতকে বলেন, তিনি প্রথমে শিরিনকে দিয়ে মোবাইল ফোনে কল করিয়ে হারেছকে শিরিনদের বাড়িতে ডেকে নিয়ে আসে তারপর সে নিজে ও ছালাম, দেলোয়ার হোসেন, লাল মিয়া, কাদের, সাজু হারছকে আক্রমণ করেন।

লাল মিয়া শিরিনের বুক থেকে ওরনা নিয়ে হারেছের গলা পেচিয়ে ধরে। আঃ কাদের ধারালো অস্ত্র দিয়ে হারেছের পেটের বাম দিকে ঘাই মারে। তখন হারেছ আর্তনাদ দিয়ে বলেন রূপচান রে তুই আইলেনা (আসলি না) আমারে মাইরালছে (মেরে ফেলছে)। চিৎকার শুনে রূপচান দৌড়ে আসতে থাকলে সকল আসামি পালিয়ে যায়। তখন আসামি ছালাম ঘটনাস্থলে এক জোড়া জুতা ফেলে রেখে যায়।

একেএ