ঝিনাইদহে নৌকায় ভোট চেয়ে মোটরসাইকেল শোভাযাত্রা

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি আব্দুল মান্নানের পক্ষে এক নির্বাচনী শো-ডাউন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০১ অক্টোবর) বিকেলে দলীয় নেতাকর্মীরা শত শত মোটরসাইকেল নিয়ে উপজেলার রায়গ্রাম ও রাখালগাছি ইউনিয়নে বিভিন্ন গ্রামে তারা নৌকার পক্ষে ভোট চান।
দলীয় একাধিক নেতাকর্মীরা জানান, আসন্ন নির্বাচনে সাবেক এমপি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশা করেন। আওয়ামী লীগের একজন শক্ত প্রার্থী হিসেবে প্রতিদিনই তার নির্বাচনী প্রচারণা চলছে। তারই ধারাবাহিকতায় সোমবার মোটর সাইকেল শোভাযাত্রা সহকারে দুলালমুন্দিয়া, কেয়াবাগান, আমবাগান, রঘুনাথপুর, বাদুরগাছা, সুর্বণাসারা, মাঝদিয়া, সোনালীডাঙ্গাসহ বেশ কয়েকটি গ্রামে যেয়ে দলীয় নেতাকর্মীরা আব্দুল মান্নানের জন্য নৌকার পক্ষে ভোট চান।
এ সময় আওয়ামী লীগ নেতা আলতাফ হোসেন, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আব্দুর রশিদ খোকন, নিয়ামতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান, সাবেক কাউন্সিলর রেজাউল ইসলামসহ ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
একেএ