গুলিবিদ্ধ লাশ উদ্ধার

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় করতোয়া মাধ্যমিক বিদ্যালয়ের পিছন থেকে শাহীন আলী (৩০)নামে এক মাদক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
জীবননগর থানার ওসি মাহমুদুর রহমান জানান, শনিবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে লাশ উদ্ধার করা হয়। নিহত শাহীন আলী উপজেলার আশতলাপাড়ার মুন্নাফ আলীর ছেলে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
ওসি মাহমুদুর রহমান বলেন, শিক্ষার্থীরা স্কুলের পিছনে সেগুনবাগানে লাশ দেখে এলাকাবাসীকে জানায়। খবর পেয়ে, পুলিশ সেখানে গিয়ে লাশটি ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা করেছেন।