ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

ঝিনাইদহ জেলা সদরের লাউদিয়া এলাকা থেকে ফেনসিডিলসহ সিকিউরিটি গার্ডের পোশাক পরিহিত নাজমুল হাসান (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।
সোমবার (০১ অক্টোবর) সকাল ৭টার দিকে তাকে আটক করা হয়। তিনি ঢাকার শান্তিনগর চামেলীবাগ এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে।
ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস জানান, বিপুল পরিমাণ ফেনসিডিল পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে জেলা সদরের লাউদিয়া এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় একটি প্রাইভেট কারের গতিরোধ করে সিকিউরিটি গার্ডের পোশাক পরিহিত চালক নাজমুল হাসানকে আটক করা হয়। পরে গাড়ির ভিতর থেকে ২৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, ফেনসিডিলগুলো চুয়াডাঙ্গা জেলার জীবননগর থেকে ঝিনাইদহ হয়ে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। এটি নাজমুলের পাচার করা দ্বিতীয় বৃহৎ চালান। আটক নাজমুল দীর্ঘদিন ধরে এ ধরনের পোশাক ও গাড়ী ব্যবহার করে মাদকের ব্যবসা করে আসছিল।
একেএ