ঝিনাইদহে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

‘মানবাধিকার প্রতিষ্ঠায় প্রবীণদের স্মরণ শ্রদ্ধায়’ প্রতিপাদ্য বিষয়কে নিয়ে ঝিনাইদহে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে।
সোমবার (০১ অক্টোবর) সকাল সাড়ে ৯ টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র্যালী বের করা হয়।
র্যালীটি বিভিন্ন সড়ক ঘুরে পৌর কমিউনিটি সেন্টারে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
এসময় জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, পুলিশ সুপার মো: হাসানুজ্জামানসহ প্রবীণ এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রবীণরা দেশের সম্পদ। তাদের যুক্তি বা পরামর্শ সমাজকে আরো সামনে দিকে এগিয়ে নিয়ে যাবে। তাই প্রবীণদের যথাযথ সম্মান দিতে হবে। এর আগে নিহত প্রবীণদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
একেএ