রাস্তায় গাড়ি কেড়ে নিল শিশুর প্রাণ

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান বেড়িবাঁধ এলাকায় রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় ৫বছরের এক অজ্ঞাত নামা ছেলে শিশু নিহত হয়েছেন।
সোমবার (১ অক্টেম্বর) সকাল সাড়ে সাতটায় এ দুর্ঘটনা ঘটে। তার পরণে ছিল একটি চেক পায়জামা।
ঘটনার পর মুমূর্ষ অবস্থায় মিজানুর রহমান নামে এক পথচারী তাকে উদ্ধার করে পৌঁনে ১০টায় ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক ক্যাম্পের এসআই বাচ্চু মিয়া জানান, শিশুর লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহত শিশুটির পরিচয় জানার চেষ্টা চলছে।
এসএমএন