ঢাকা বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


মোহনপুরে ঘুড়ি উড়ানোর সময় ছাদ থেকে পড়ে স্কুল শিক্ষার্থীর মৃত্যু!


৭ জুলাই ২০২০ ০৬:০২

প্রতিকি

রাজশাহীর কেশরহাট পৌর এলাকার সাঁকোয়া মহল্লায় ঘুড়ি উড়াতে গিয়ে নির্মাণাধিন ভবন থেকে পড়ে স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল রোববার (৫ই জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে। ওই ছাত্রের নাম গোলাম রব্বানী (১০)। সে সাঁকোয়া বাকশৈল কামিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র এবং গ্রামের আবদুল জব্বারের ছোট ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্কুল ছাত্র রোববার বিকেল ৪ টার দিকে বাড়ির পাশে টাওয়ারের সংলগ্ন স্থানে একটি নির্মাণাধিন ভবনের ছাদে বন্ধুদের সাথে ঘুড়ি উড়াচ্ছিল।

এ সময় ঘুড়ির প্রয়োজনীয় বাতাস নিয়ন্ত্রণ করার চেষ্টায় দৌড়ানোর সময় ভবনের লিফট স্থাপনের ফাঁকা জায়গা দিয়ে সে পিছন মুখে নিচে পড়ে যায় এবং গুরুতরভাবে আহতবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় রাত ২ টার দিকে সে মারা যায়। সোমবার দুপুর ২টার দিকে জানাজার নামাজ শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।

স্থানীয় কাউন্সিলর মোবারক হোসেন টাইগার বিষয়টি নিশ্চিত করেন।