ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


নৌকায় ভোট দেয়ার আহবান শিক্ষা প্রতিমন্ত্রীর


১ অক্টোবর ২০১৮ ০৭:০৩

শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী

শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী বলেছেন, শেখ হাসিনা সরকার উন্নয়নের সরকার, দেশ ও কল্যাণে সরকার কাজ করে যাচ্ছে। বিএনপি-জামায়াত সন্ত্রাস, জঙ্গীবাদ, মৌলবাদে বিশ্বাসী। আমরা উন্নয়নে বিশ্বাসী।

রোববার (৩০ সেপ্টেম্বর) সকালে প্রতিমন্ত্রী নাটোরের সিংড়া সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভিত্তি প্রস্থর স্থাপন অনুষ্ঠান শেষে কারিগরী ও মাদ্রাসা শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরো বলেন, চলনবিলের উন্নয়নে পলক যেভাবে কাজ করছে তা সত্যিই প্রশসংনীয়। তার মত নেতা সিংড়াবাসী পেয়েছে বিধায় এতো উন্নয়নের ছোঁয়া লেগেছে।

তিনি আরো বলেন, বেকারত্ব দূর করতে কারিগরী শিক্ষার বিকল্প নাই, দেশের তরুণদের কর্মসংস্থানে আইসিটি বিভাগ ও কারিগরী শিক্ষা অগ্রণী ভূমিকা রাখতে পারে।

তিনি বলেন, শেখ হাসিনা সরকার যদি পুনরায় ক্ষমতায় আছে তবে দেশ আরো উন্নত হবে, জনগনের শান্তি ও নিরাপত্তা দিয়েছে সরকার। সেই নিরাপত্তা অব্যহত থাকবে। সন্ত্রাস ও জঙ্গীবাদ কে প্রশয় দেয়া বিগত দিনে জনগনের নিরাপত্তা ছিলো না। চলনবিলের মানুষ শান্তিতে ঘুমাতে পারতো না, এখন মানুষ শান্তিতে ঘুমায়।

এ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো। স্বাগত বক্তব্য রাখেন টিবিএম কলেজের অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক রকি। আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখ, সিংড়া পৌরসভার মেয়র মো: জান্নাতুল ফেরদৌস, জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ, পাবনা জোনের নির্বাহী প্রকৌশলী আ.ট.ম ফারুক আলী ফারুকী, নাটোরের শিক্ষা প্রকৌশলী ফারুকুজ্জামান, প্রকল্প পরিচালক পিযুষ ক্রান্তি নাথ প্রমুখ।

একেএ