মহাদেবপুরে যুবকের আত্মহত্যা

নওগাঁর মহাদেবপুরে নিজ শয়নকক্ষে জয়নাল আবেদিন (৩৮) নামে এক ব্যক্তি গলায় দড়ির ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
রোববার (৩০ সেপ্টেম্বর) সকালে তার লাশ উদ্ধার করা হয়। নিহত জয়নাল আবেদিন উপজেলার সপাপুর মধ্যপাড়া গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন জানান, জয়নাল দীর্ঘদিন ধরে নেশাগ্রস্ত ছিলো। রোববার ভোরে নিজ শয়নকক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। সকালে পরিবারের লোকজন ডাকাডাকি করে কোন সারা না পেয়ে পুলিশকে খবর দেয়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
একেএ