অবৈধভাবে গাড়ী পার্কিংয়ের দায়ে জরিমানা

ঝিনাইদহের কালীগঞ্জে রাস্তার উপর অবৈধভাবে গাড়ী পার্কিংয়ের অপরাধে পাঁচটি যানবাহনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত চালিয়ে ১ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (৩০ সেপ্টেম্বর) দুপুরে শহরের বৈশাখী মোড়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুবর্ণা রাণী সাহা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
কালীগঞ্জ থানার এসআই জাহিদুল ইসলাম জানান, বৈশাখী মোড়ে রাস্তার উপর অবৈধভাবে গাড়ী পার্কিংয়ের খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান চালান। সে সময় ৫টি যানবাহনের ড্রাইভারকে ১ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়।
একেএ