বেনাপোলে স্বর্ণের বারসহ আটক ১

যশোরের বেনাপোলে আবারও তিন পিস স্বর্ণের বারসহ এক জনকে আটক করা হয়েছে।
রোববার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১টায় স্বর্ণের বারসহ মেহেদী হাসান(১৯) নামে এক পাসপোর্টধারী যাত্রীকে আটক করেছে কাস্টমস সদ্যসরা।
কাস্টমসের ডিসি জাকির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি র্স্বণের একটি চালান নিয়ে এক জন র্স্বণ পাচারকারী বেনাপোল চেকপোস্ট কাস্টমস ইমিগ্রেশন দিয়ে ভারতে যাবে। এ সংবাদের ভিত্তিতে কাস্টমসের সদ্যসরা যাত্রীদের তল্লাশী শুরু করে।
এসময় মেহেদী হাসানকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে পায়ূপথে ৩ পিস র্স্বণের বার পাওয়া যায়।
বেনাপোল কাষ্টমসের ডিসি জাকির হোসেন তিন পিস স্বর্ণের বারসহ এক জনকে আটকের বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, উদ্ধারকৃত সোনাসহ আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করা হয়েছে।
একেএ