ঢাকা শুক্রবার, ১১ই এপ্রিল ২০২৫, ২৯শে চৈত্র ১৪৩১


নৌকাডুবির ঘটনায় বাকি দু’জনের লাশ উদ্ধার


২ সেপ্টেম্বর ২০১৮ ১৭:৫৩

পাবনার চাটমোহরে নৌকাডুবির ৩৬ ঘণ্টা পর ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের সদস্যরা নিখোঁজ বাকি দু’জনের লাশ উদ্ধার করেছে।

রোববার (০২ সেপ্টেম্বর) সকালে উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের সমাজ এবং ভাঙ্গাজোলা নামক স্থান থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

উদ্ধাররা হলেন- ঈশ্বরদী আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. বিল্লাল গনি (৫৫) এবং ঈশ্বরদী বাজারের দোকানদার শফিকুল ইসলাম স্বপন (৩৭)।

স্রোতের টানে প্রায় দেড়-দুই কিলোমিটার ভাটিতে লাশগুলো চলে যাওয়ায় খুঁজে পেতে বিলম্ব হয়েছে বলে জানান রাজশাহী ফায়ার স্টেশনের ডুবুরি লিডার নুরন্নবী।

উদ্ধার হওয়া লাশের দাফনের প্রস্তুতি চলছে।

আইএমটি