ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


স্ত্রীর লাশ রেখে পালাল ছাত্রলীগ নেতা


১ অক্টোবর ২০১৮ ০২:৫২

খাগড়াছড়ির গুইমারা উপজেলার ছাত্রলীগ সভাপতি সাগর চৌধুরী মাটিরাঙ্গা হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালিয়ে গেছেন। অভিযোগ পাওয়া গেছে, তার স্ত্রী মাধবী রাণী রায় পিঙ্কিকে (২৫) নির্যাতন করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এরপর হাসপাতালে লাশ রেখে পালিয়ে যান সাগর।

শনিবার (৩০ সেপ্টেম্বর) পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

পুলিশ জানায়, ছাত্রলীগ সভাপতি সাগর ফেসবুকে পিঙ্কির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ২০১৭ সালের ১০ ডিসেম্বর বিয়ে করেন তারা। বিয়ের কিছুদিন পর থেকেই তাদের সংসারে অশান্তি শুরু হয়। এক পর্যায়ে তারা বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিলে সামাজিকভাবে তা মীমাংসা করা হয়।

শনিবার বিকেলে গুইমারার দার্জিলিং টিলা এলাকায় সাগরের বাড়িতে দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে পিঙ্কিকে মারধর করেন সাগর।

এসময় পিঙ্কি অচেতন হয়ে পড়লে সাগর তাকে মাটিরাঙ্গা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে পিঙ্কি মারা যান। এ অবস্থা দেখে তার লাশ হাসপাতালে ফেলে পালিয়ে যান সাগর।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুর রহমান জানান, পিংকির শরীরে আঘাতের অনেক চিহ্ন দেখা গেছে। মারধরের ঘটনায় পিঙ্কি মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর তদন্ত সাপেক্ষে ঘটনার সঠিক তথ্য জানা যাবে।

আইএমটি