বরগুনায় মানববন্ধন

বরগুনা সদর উপজেলার দক্ষিণ হেউলিবুনিয়া এলাকায় গণপিটুনিতে সন্ত্রাসী আল-আমিন নিহতের ঘটনায় বরগুনা সদর ইউনিয়নের চেয়ারম্যান ও পৌর যুবলীগের সভাপতি গোলাম আহাদ সোহাগসহ ১২ জনের বিরুদ্ধে দায়েরকৃত হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ইউনিয়নবাসী।
রোববার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় বরগুনা প্রেসক্লাব প্রাঙ্গণে মানববন্ধন শেষে শহরে বিক্ষোভ মিছিল করেছে দুই শতাধিক নারী পুরুষ।
মানববন্ধনে বক্তারা বলেন, হত্যা, নারী নির্যাতন, ধর্ষণ, ডাকাতিসহ একাধিক মামলার আসামী আল-আমিনের কর্মকাণ্ডে দীর্ঘদিন অতিষ্ঠ ছিলো এলাকাবাসী। এর কারণে গত ১২ আগস্ট এলাকাবাসীর গণপিটুনিতে নিহত হয় আল-আমীন। কিন্তু এই ঘটনায় রাজনৈতিক প্রতিপক্ষরা ষড়যন্ত্র মূলকভাবে সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানসহ ১২ জনের বিরুদ্ধে একটি মিথ্যা হত্যা মামলা দায়ের করে।
তাই উক্ত হত্যা মামলা প্রত্যাহারের দাবি জানান বক্তারা।
মানববন্ধনকালীন সমাবেশে বক্তব্য রাখেন, সদর উপজেলার বুড়িরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: সিদ্দিকুর রহমান, কেওড়াবুনিয়া ইউপি চেয়ারম্যান হানিফ মাতুব্বর, বরগুনা পৌর সভার প্যানেল মেয়র রইসুল আলম রিপন, সাবেক পৌর কাউন্সিলর হুমায়ূন কবির, আবু সালেহ, মো: জাফর হোসেন হাওলাদার।
প্রসঙ্গত, গত ১২ আগস্ট সন্ধা সাড়ে সাতটার দিকে বরগুনা সদর ইউনিয়নের দক্ষিণ হেউলিবুনিয়া গ্রামে এলাকাবাসীর গণপিটুনিতে আহত হয় আল-আমীন। পরে তাকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে প্রেরণ করেন। সেখানে ওইদিন রাত আড়াইটার দিকে মারা যায় আল-আমিন। এ ঘটনায় ১৫ আগস্ট বরগুনা সদর ইউনিয়ন চেয়ারম্যানসহ ১২ জনকে আসামী করে বরগুনা থানায় একটি হত্যা মামলা দায়ের করে আল-আমিনের মা।
একেএ