ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


দূর্গাপূজা উপলক্ষে জনপ্রতিনিধিদের সঙ্গে ওসির মতবিনিময়


৩০ সেপ্টেম্বর ২০১৮ ০৭:৩৫

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ইউপি চেয়ারম্যান, মেম্বর, কমিটির সভাপতি, সম্পাদকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেছেন কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) ইউনুচ আলী। 
 
শনিবার বিকেলে উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়ন পরিষদে তিনি এ মতবিনিময় করেন।
 
ত্রিলোচনপুর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম ছানার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে ওসি ইউনুচ আলী বলেন, পুজার সময় প্রতিটি ম-পে আইন শৃংখলা পরিস্থিত সুষ্ঠু ও সুন্দর রাখতে পুলিশের পাশাপাশি জনপ্রতিনিধি ও কমিটির নেতৃবৃন্দদের দায়িত্ব পালন করতে হবে। 
 
তিনি আরো বলেন, আইন শৃংখলা রক্ষায় সার্বক্ষনিক টহল ব্যবস্থা জোরদার থাকবে। পুজায় কোথাও কোন বিশংখলা হলে পুলিশ তা কঠোর হাতে দমন করবে। 
 
এছাড়া তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে থানা পুলিশ জোরালো অভিযান চালাচ্ছে। তিনি মাদক উদ্ধার ও মাদক ব্যবসায়ীকে আটকে সকলের সহযোগিতা কামনা করেন।
 
একেএ