পানিতে ডুবে শিশুর মৃত্যু

জামালপুরের ইসলামপুরে মাইনুদ্দিন (৩) নামে এক শিশু পানিতে ডুবে মারা গেছে। শনিবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১২ টায় এ ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ইসলামপুর উপজেলার পলবান্ধা ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের জুয়েল মিয়া তার ৩ বছরের শিশুপুত্র মাইনুদ্দিনকে নিয়ে নদীতে গরুকে গোসল করাতে যান। তিনি শিশুপুত্র মাইনুদ্দিনকে নদীর ধারে রেখে গরু গোসল করানোর কোন এক সময় শিশু মাইনুদ্দিন পানিতে পড়ে যায়। পরে গরু গোসল করানোর শেষে হঠাৎ শিশুপুত্র পানিতে ভাসতে দেখে পরে তাকে উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
একেএ