শেরপুর সড়ক দুর্ঘটনায় নিহত ২

বগুড়ার শেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ ও অন্তত ৪৫ জন আহত হয়েছেন। শনিবার (১ সেপ্টেম্বর) গভীর রাতে ঢাকা-বগুড়া মহাসড়কের মহিপুর বাজার ও ধুনটমোড় এলাকায় পৃথক এ দুর্ঘটনা ঘটে।
এদিকে শনিবার রাত সাড়ে ১২টার দিকে বগুড়াগামী এনা পরিবহনের বাসের সঙ্গে ঢাকাগামী চাঁদনী পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষে উভয় বাসের অন্তত ৪০ জন যাত্রী আহত হন। আহতদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়ার পর একজন মারা যান।
শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) তন্ময় জানান, শনিবার রাত আড়াইটার দিকে ঢাকাগামী এসআর ট্রাভেলসের একটি বাস ধুনটমোড় এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কার্গো ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের এক যাত্রী নিহত হন। এসময় বেশ কয়েকজন যাত্রী আহত হন।
‘দুর্ঘটনা কবলিত বাস ও কার্গো জব্দ করেছে পুলিশ। তবে বাসের চালক ও হেলপার পলাতক থাকায় আটক করা সম্ভব হয়নি।’
বগুড়া শহরের ছিলিমপুর টাউন ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক (টিএসআই) আব্দুল আজিজ মণ্ডল জানান, উভয় দুর্ঘটনায় একজন পুলিশ সদস্যসহ আহত ৩০ জন শজিমেকে ভর্তি রয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তবে হতাহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।
আইএমটি