তাড়াইলে উপ-নির্বাচনে শেষ মুহুর্তের প্রচারণা

তালজাঙ্গা, রাউতি, ধলা, জাওয়ার, দিগদাইড়, দামিহা ও তাড়াইল-সাচাইল এই ৭টি ইউনিয়ন নিয়ে ১৯৮৩ সালে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা ঘোষিত হয় । তাড়াইল উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে মোট ভোটার ১ লাখ ২১ হাজার ৪২৭ জন। এর মধ্যে ৬১ হাজার ৯২৩ জন পুরুষ ভোটার এবং ৫৯ হাজার ৫০৪ জন মহিলা ভোটার।
তাড়াইল উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনের শেষ মুহুর্তের নির্বাচনী প্রচারণা জমে উঠেছে। আ.লীগ মনোনীত (নৌকা মার্কা) প্রার্থী উপজেলা আ.লীগ সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ আজিজুল হক ভূঞা মোতাহার, হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও উপজেলা বিএনপি সভাপতি সাইদুজ্জামান মোস্তফা এবং স্বতন্ত্র প্রার্থী তাড়াইল উপজেলা পুলিশিং কমিটির সভাপতি আলহাজ্ব একেএস জামান সম্রাট নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।
সবার মাঝে এখন আসন্ন উপজেলা পরিষদ চেয়ারম্যান পদের উপ-নির্বাচন নিয়ে পার্টি অফিস থেকে শুরু করে চা স্টল পর্যন্ত চলছে আলোচনা-সমালোচনা। নৌকা প্রতীকের প্রার্থী উপজেলা আ.লীগ সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ আজিজুল হক ভূঞা মোতাহারকে তৃণমুলের উপজেলা জাতীয় পার্টি সমর্থন করায় তার বিজয় অনেকটাই নিশ্চিত বলে মনে করছেন সাধারণ মানুষ।
উন্নয়ন ও অগ্রতির ধারাবাহিকতা ধরে রাখতে নৌকা মার্কার প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করা ছাড়া কোনো বিকল্প নেই এমনটাই ধারনা করছেন ভোটাররা।
সরেজমিনে দেখা যায়, প্রার্থীদের পোস্টারে ছেয়ে গেছে উপজেলার সাত ইউনিয়নের প্রতিটি গ্রাম। বিরামহীন প্রচারণায় তৎপর রয়েছে, আ.লীগ, বিএনপির চেয়ারম্যান পদ প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা। বসে নেই স্বতন্ত্র প্রার্থী ও তার কর্মী সমর্থকরাও। ভোটারদের সাথে কথা বলে জানা যায়, প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন। প্রতিদিন প্রার্থীদের ডাকে তাদের ঘুম ভাংছে। তারা প্রার্থীদের সামনে এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরছেন। নির্বাচিত হলে প্রার্থীরা এসব সমস্যা সমাধানের আশ্বাস দিচ্ছেন।
স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব একেএস জামান সম্রাট বলেন, গণসংযোগকালে ভোটারদের কাছে ব্যাপক উৎসাহ- উদ্দিপনা লক্ষ করছি।
তিনি আরো বলেন, দলীয় মার্কা কোন বিষয় না। ব্যক্তি হিসেবে যিনি জনগণের কাজ করবেন ভোটাররা তাকেই ভোট দিবেন।
বিনএনপির প্রার্থী মো. সাইদুজ্জামান মোস্তফা বলেন, অবাধ ও প্রভাব মুক্ত নির্বাচন হলে বিজয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।
নৌকা মার্কার প্রার্থী মুক্তিযোদ্ধা আলহাজ আজিজুল হক ভূঞা মোতাহারের সাথে কথা হলে তিনি বলেন, আমি নির্বাচিত হলে মরহুম কামাল উদ্দিন ভূঞা কাঞ্চনের অসমাপ্ত কাজ সমাপ্ত করবো এবং দলের তৃণমুল নেতাকর্মী ও জনসাধারণের সহযোগীতায় এই উপজেলাকে মডেল উপজেলায় রূপ দিবো।
তাড়াইল উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপনির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও তাড়াইল উপজেলার নির্বাচন কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান ঢালী বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নির্বাচন অবাধ, গ্রহণযোগ্য ও প্রভাবমুক্ত করতে প্রশাসন ব্যাপক প্রস্তুতি নিয়েছে।
জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. মোশারফ হোসেন বলেন, একটি সুষ্ট ও সুন্দর নির্বাচন অনুষ্ঠানে সকল প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী তাড়াইল উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে আগামী ৩ অক্টোবর উপ-নির্বাচনের ভোট গ্রহণ করা হবে।
উল্লেখ্য, তাড়াইল উপজেলা পরিষদের গত নির্বাচনে উপজেলা জাতীয় পার্টির যুগ্ম-আহ্বায়ক কামাল উদ্দিন ভূইঁয়া কাঞ্চন চেয়ারম্যান নির্বাচিত হন। গত ১৮ জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ফলে তার পদটি শূন্য ঘোষণা করে কিশোরগঞ্জ জেলার নির্বাচন কর্মকর্তা ও চেয়ারম্যান পদে উপনির্বাচনে রিটার্নিং কর্মকর্তা মো. মোশারফ হোসেন গত ৩ সেপ্টেম্বর এ সংক্রান্ত প্রজ্ঞাপনটি জারি করেন।
একেএ