সড়কে সম্ভাবনাময় পরিবর্তন এনেছে কিশোর বিপ্লব: কেফায়েত শাকিল

নিরপদ সড়কের দাবিতে সম্প্রতি ঘটে যাওয়া কিশোর আন্দোলন সড়ক ব্যবস্থাপনায় সম্ভাবনাময় পরিবর্তন এনে দিয়েছে বলে মন্তব্য করেছেন যাত্রী অধিকার আন্দোলনের আহ্বায়ক কেফায়েত শাকিল।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকালে নরসিংদীর শাহিন স্কুলে দেয়া সম্মাননা গ্রহণ পরবর্তি বক্তব্যে তিনি এ কথা বলেন। সড়কে দুর্ঘটনা কমাতে জনসচেতনতায় অবদানের জন্য তাকে সম্মাননা দেয় তরুণ প্রজন্ম বাংলাদেশ নামের একটি সংগঠন। একই সঙ্গে বিভিন্ন সামাজিক কাজে অবদানের জন্য আরও ৪ জন গুণী ব্যক্তিকে সম্মাননা দেয় সংগঠনটি।
কেফায়েত শাকিল বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের পর ফুটওভার ব্রিজ ও জেব্রা ক্রসিং ব্যবহারকারী পথচারীর সংখ্যা এবং হেলমেট ব্যবহারকারী মোটরসাইকেল চালক বেড়েছে। প্রশাসন তৎপর হওয়ায় লাইসেন্সবিহীন চালকও কমেছে। ট্রাফিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে শুরু করেছে মানুষ। এককথায় সড়কে এখন সম্ভাবনাময় পরিবর্তন দেখা যাচ্ছে। তরুণ প্রজন্ম সোচ্চার থাকলে সম্ভাবনার এ যাত্রা অব্যাহত থাকবে।
তিনি আরো বলেন, বাংলাদেশ একটি সম্ভাবনাময় রাষ্ট্র। কিছু দুর্বলতার কারণে আমাদের এ সম্ভাবনা ম্লান হচ্ছে। সড়ক দুর্ঘটনা এর মাঝে অন্যতম। যাত্রী অধিকার আন্দোলন যেমন সড়কের দুর্বলতা কাটাতে আন্দোলন করে যাচ্ছে, তেমনি তরুণ প্রজন্ম বাংলাদেশ তরুণদের নিয়ে নানা বিষয়ে জনসচেতনতা তৈরিতে কাজ করে যাচ্ছে। এভাবে যদি আমরা তরুণরা একেকজন একেক সেক্টরকে ধরে ধরে ঠিক করতে পারি, তাহলেই আমাদের রাষ্ট্রটি সোনার বাংলায় রূপ লাভ করবে।
মো. আব্দুল হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম। বিশেষ অতিথি ছিলেন সংগীত শিল্পী শাহিনুর রহমান ও শাহীন স্কুলের পরিচালক মো.খালেকুজ্জামান প্রমুখ।
তরুণ প্রজন্ম বাংলাদেশের নরসিংদী জেলা সমন্বয়ক আসিফুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন সংগঠনটির আহবায়ক তোফায়েল আহমেদ, প্রধান সমন্বয়ক জিহাদ আরিফ, ২য় বর্ষ উদযাপন কমিটির সদস্যসচিব মো. সাজ্জাদ হোসেন প্রমুখ।
আইএমটি