বন্দুকযুদ্ধে ‘মিনি’ ডাকাত নিহত

ঝিনাইদহে ডাকাতের ২গ্রুপের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ শফিউদ্দিন ওরফে মিনি নামে এক ডাকাত নিহত হয়েছে। শুক্রবার (২৮ নেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা হয়।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানান, গোপন সংবদের ভিত্তিতে পুলিশ জানতে পারে উপজেলার বংকিরা গ্রামের মাঠে ২ দল ডাকাতের মধ্যে গুলাগুলি হচ্ছে। সংবাদ পেয়ে পুলিশ সেখানে উপস্থিতি হলে ডাকাতরা পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল থেকে শফিউদ্দিন ওরফে মিনি নামে এক গুলিবিদ্ধ অবস্থায় পেয়ে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্য ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শ্যুটারগান, এক রাউন্ড গুলি, একটি হাতবোমা ও বেশ কয়েকটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। নিহত মিনি সদর উপজেলার চোরকোল গ্রামের মোবারেক মণ্ডলের ছেলে।
মিনির নামে থানায় একটি হত্যাসহ পাঁচটি ডাকাতি মামলা রয়েছে।
এসএমএন