ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


কালীগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক


২৯ সেপ্টেম্বর ২০১৮ ০৭:২৯

ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ ২৮৪ পিচ ইয়াবাসহ মোস্তফা শামীম (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। শুক্রবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে পৌর এলাকার ফয়লা গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী উপজেলার দুধরাজপুর গ্রামের মৃত সিয়াম উদ্দীন লস্করের ছেলে।
 
কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) ইউনুচ আলী বলেন, মাদক বিক্রির গোপন সংবাদ পেয়ে থানার এসআই জাহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ফয়লা গ্রামে অভিযান চালায়। সে সময়  তার কাছ থেকে প্রায় ৮৫ হাজার টাকা মূল্যের ২৮৪ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। বর্তমানে ওই মাদক ব্যবসায়ী ফয়লা গ্রামে বসবাস করতো। এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে।